নাটোর কারাগারে বন্দীরাই বানালেন মাস্ক
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্কের ব্যবহার বাড়ছে। নাটোরেও প্রকারভেদে বিভিন্ন ধরনের মাস্ক বিক্রি হচ্ছে। ১০ টাকা থেকে ৫০ টাকায় মিলছে মাস্ক। এ অবস্থায় নাটোর কারাগারে বন্দীরা নিজেরাই নিজেদের জন্য মাস্ক তৈরি করেছেন। এতে ১ হাজার ৫১ জন বন্দীর মাস্কের চাহিদা পূরণ হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেল সুপার আব্দুল বারেক।
তিনি জানান, নাটোর জেলা কারাগারের বন্দীরা নানা রকম আয়বর্ধক কাজ করেন। এরই অংশ হিসেবে বর্তমান সময়ের অতি প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ মাস্ক তৈরি করেছেন তারা। বন্দীদের কাছে এই মাস্ক ২৫ টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। কারাগারের চাহিদা মিটিয়েও বাইরে ২৫ টাকায় প্রতি পিস ফিল্টার মাস্ক বিক্রি করতে পারবেন তারা।
তিনি আরও জানান, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মাস্ক তৈরির জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে তবে তারা ২৫ টাকা দামে তা সরবরাহ করবেন।