নীলফামারীতে প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা
-
-
|
![নীলফামারী জেলার মানচিত্র](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2020/Mar/23/1584982117955.jpg)
নীলফামারী জেলার মানচিত্র
নীলফামারীর সৈয়দপুরে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) না মেনে নিজ প্রতিষ্ঠানে ব্যবষা পরিচালনার সময় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই রায় প্রদান করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, গত ২১ মার্চ ওই যুবক ভারত থেকে সৈয়দপুরে আসেন। বিদেশ থেকে আসার পর হোম কোয়ারেন্টাইন না মেনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থান করেন। গোপনে এ সংবাদ পেয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ভারত সফরের বিষয়টি সে নিশ্চিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উক্ত দণ্ডাদেশ প্রদান করেন।