কর্মকৌশল ঠিক করতে মেহেরপুরে সেনাবাহিনীর অগ্রগামী দল

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা ২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগামী দল মেহেরপুরে পৌঁছেছেন/ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগামী দল মেহেরপুরে পৌঁছেছেন/ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় কর্মকৌশল ঠিক করতে মেহেরপুরে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগামী দল। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে অগ্রগামী দলটি জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়।

মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অগ্রগামী দলের সদস্যরা মেহেরপুরে এসে পৌঁছেছেন। আরো যারা দায়িত্ব পালন করবেন তারাও পৌঁছে যাবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেনাবাহিনীর এ দলের সঙ্গে আমাদের বৈঠক হবে। বৈঠকে কর্ম কৌশল নির্ধারণ করা হবে। বেসামরিক প্রশাসনকে কিভাবে তারা সহায়তা করবে, উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলা ও বর্তমান সময়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর পরই মাঠ পর্যায়ে আমারা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে কাজ শুরু করবো।