জীবননগরে সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যার মধ্যে ওই এলাকায় সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
এদিকে শহরে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের পরপরই সাধারণ মানুষও রাস্তায় চলাচল করা থেকে বিরত থাকে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে জীবননগর উপজেলায় সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখতে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর উপজেলায় মাইকিং করে ঘোষণা দেয়ার পরপরই সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এই আদেশ যারা মানবে না তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেয়া হবে।