ময়ূর-৭ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটের চালক নিখোঁজ
চাঁদপুরে যাত্রীবাহী ময়ূর-৭ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় স্পিডবোটের চালক জাহাঙ্গীর (৩৫) নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর মাদরাসা ঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় স্পিডবোটে থাকা জাহাঙ্গীরের ভাতিজা আরিফকে নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
উদ্ধারকৃত আরিফ জানান, করোনা ভাইরাসের কারণে ভোলায় লঞ্চ চলাচল বন্ধ করেছে সরকার। ঢাকা থেকে আরিফের এক আত্মীয় লঞ্চ যোগে চাঁদপুরে আসেন। তাকে নেয়ার উদ্দেশে ভোলা থেকে স্পিডবোট নিয়ে আসেন জাহাঙ্গীর ও আরিফ। পরে চাঁদপুর লঞ্চ ঘাটে এসে ময়ূর-৭ লঞ্চের পেছনে স্পিডবোটটি বেঁধে রাখা হয়।
কিন্তু ময়ূর-৭ লঞ্চটি হঠাৎ ওই ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ওই সময় যাত্রীবাহী লঞ্চটি পেছনের দিকে আসলেই স্পিডবোটের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পিডবোটটি ডুবে যায়। এ ঘটনায় আরিফকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন জাহাঙ্গীর। ওই স্পিডবোটের চালক ছিলেন জাহাঙ্গীর।
চাঁদপুর নৌ থানার ইনচার্জ জাহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।