ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ও এলেঙ্গা অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ও এলেঙ্গা অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট।

করোনাভাইরাস আতঙ্কে ঘরে ফিরছে সাধারণ মানুষ। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে বহুগুণ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ও এলেঙ্গা অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এক লেনের কাজ চলমান থাকায় বুধবার ভোর রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই-পাকুল্যা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা অংশ ডেবে যাওয়ায় তা সংস্কার কাজ করায় পৌলি থেকে ভাবলা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অল্প সময়ের মধ্যে যানজট নিরসন করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন