ঠাকুরগাঁওয়ে কিস্তি নিতে গিয়ে ৩ এনজিও কর্মী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

৩ এনজিও কর্মী আটক, ছবি: বার্তা২৪.কম

৩ এনজিও কর্মী আটক, ছবি: বার্তা২৪.কম

ঠাকুরগাঁওয়ে সরকারি আদেশ অমান্য করে এনজিও’র ঋণের কিস্তির টাকা উত্তোলনের সময় দুটি বেসরকারি সংস্থার ৩ জন কর্মীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জেলার সদর উপজেলার পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের কিস্তি উত্তোলনের সময় তাদের আটক করেন।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, বেসরকারি সংস্থা ইএসডিও আশ্রমপাড়া শাখার এস.বি.এম মহিউদ্দিন, ফিল্ড অফিসার মনিকা আখতার ও এনজিও পদক্ষেপ’র ফিল্ড অফিসার জিতেন্দ্রনাথ রায়।

পরে তাদের জেলা ম্যাজিস্ট্রেট ড.কামরুজ্জামান সেলিমের নিকটে হস্তান্তর করা হয়। তিনি আটককৃতদের তিন ঘণ্টা কোয়ারেন্টাইনে রাখেন।

বিজ্ঞাপন

পরে আটককৃতরা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি আদায় করবে না মর্মে লিখিত অঙ্গীকার করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।