ইউপি সদস্য মিরন হত্যা মামলার আসামি গ্রেফতার
লক্ষ্মীপুর ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলার অন্যতম আসামি মিলন ওরফে সিএনজি মিলনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মিলন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামের মোল্লা বাড়ির আবদুল কুদ্দুছের ছেলে ও সিএনজি চালিত অটোরিকশা চালক।
জানা গেছে, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করে। তিনি দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে মিলনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বশিকপুরের বৌদ্ধবাজার এলাকার একটি বাগান থেকে একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, মিলনের অটোরিকশাযোগেই সন্ত্রাসীরা আলাদাদপুর গিয়ে চায়ের দোকানে ইউপি সদস্য মিরনকে গুলি করে হত্যা করে। আসামি মিলনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।