দ্বিতীয় দি‌নেও ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

  • ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট, ছবি: বার্তা২৪.কম

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট, ছবি: বার্তা২৪.কম

এ‌ যেন ঈদের ছু‌টি‌তে বা‌ড়ি ফির‌ছে মানুষ। বাস-ট্রাকসহ যে যেমন পরিবহন পাচ্ছে, তাতে চেপেই ঝুঁকি নি‌য়ে বা‌ড়ি ফির‌ছে।

ক‌রোনাভাইরা‌সের বিস্তার রোধে সরকার সাধারণ ছু‌টি ঘোষণা করার পর থে‌কেই মানুষ শহর ছে‌ড়ে গ্রা‌মের বা‌ড়ি যা‌চ্ছে। এর ম‌ধ্যে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় হুম‌ড়ি খে‌য়ে সড়ক প‌থেই চলাচল কর‌ছে মানুষ। এতে ক‌রোনাভাইরা‌সের ঝুঁকি থাক‌লেও তা মান‌ছে না কেউ।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) সকাল থে‌কেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের রাবনা বাইপাস থেকে সেতু পূর্ব পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার অং‌শে যানজট দেখা দি‌য়ে‌ছে।
য‌দিও বুধবারও মহাসড়‌কে প‌রিবহ‌নের সংখ্যা বাড়ায় যানজট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল।

বিজ্ঞাপন

মহাসড়কটিতে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রাক ও পিকআপভ্যানে করে বাড়ি ফিরছে মানুষ।এতে এক দিকে যেমন করোনার ঝুঁকি, তেমনি রয়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, সরকারি ছুটি ঘোষণার কারণে মানুষ ঘর মু‌খো হওয়ায় মহাসড়‌কে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় মানুষ ট্রাকে চলাচল করছে। ফলে সৃষ্টি হয়েছে যানজট।

বিজ্ঞাপন