নাটোরে দূরত্ব বজায় রেখে মহান স্বাধীনতা দিবস পালিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

নাটোরে দূরত্ব বজায় রেখে মহান স্বাধীনতা দিবস পালিত

নাটোরে দূরত্ব বজায় রেখে মহান স্বাধীনতা দিবস পালিত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সীমিত পরিসরে নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা পালিত হয়েছে।

পারস্পরিক দূরত্ব নিশ্চিত করে জেলা ও পুলিশ প্রশাসনের ১৩ জন কর্মকর্তা নিয়ে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুন্নেসা ও আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই সময় শহরের স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়মী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু। পরে শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।