করোনা প্রতিরোধে গোপালগঞ্জ শহরে জীবাণুনাশক স্প্রে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। পাশাপাশি মাস্ক, হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ পোস্ট অফিস মোড় থেকে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়। এরপর ২০টি মেশিন দিয়ে শহরের বিভিন্ন স্থানে স্প্রে করা হয়। ওই সময় জনসাধারণের মাঝে বিতরণ করা হয় ৫ হাজার মাস্ক, হ্যান্ড গ্লাভস।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা বাবুল আকতার বাবলার উদ্যোগে করোনা সংক্রমণ রোধে এই কার্যক্রম পালিত হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে প্রবাসী ৪৪৯ জন লোক সঙ্গরোধে রয়েছে।

বিজ্ঞাপন