গোপালগঞ্জে করোনা রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী
গোপালগঞ্জে করোন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু হয়। সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে ইতোমধ্যে সেনাবাহিনী সব প্রস্তুতি হাতে নিয়েছে ।
গোপালগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর মাহবুব আলম জানান, সেনাবাহিনী তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ ভাগে বিভক্ত হয়ে জেলার ৫ উপজেলায় টহল দিচ্ছে। এছাড়া জন সমাগম থেকে মানুষকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে।
সেনাবাহিনী ছাড়াও স্বাস্থ্য বিভাগের টিম, জেলা ও পুলিশ বিভাগের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। সেই সাথে জনগণকে সরকারেরে দেয়া নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে বলেও জানান তিনি।