লক্ষ্মীপুরে সাংবাদিকদের সুরক্ষা পোশাক প্রদান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সুরক্ষা পোশাক প্রদান, ছবি: বার্তা২৪.কম

সাংবাদিকদের সুরক্ষা পোশাক প্রদান, ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের ৫ জন সদস্যের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) পোশাক ও ১০টি মাস্ক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের এসব প্রদান করেন।

স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে এক বৈঠকে এমপির প্রতিনিধি বায়েজিদ ভূঁইয়া পোশাকগুলো হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক জামাল উদ্দিন রাফি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও এমপির প্রতিনিধি বায়েজিদ ভুঁইয়া বলেন, 'ঝুঁকি নিয়ে সাংবাদিকদের মাঠ পর্যায়ে কাজ করতে হয়। তথ্য সংগ্রহ করতে গিয়ে নানান পেশার মানুষের সঙ্গে তাদের যোগাযোগ করতে হয়। তাদেরও সুরক্ষা প্রয়োজন। এজন্য এমপি শাহজাহান কামাল ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদেরকে এই পিপিই পোশাক দেওয়া হয়েছে'।