নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল সুন্দরবন-১৪ লঞ্চ সঙ্গরোধে
নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে পটুয়াখালী নদী বন্দরে আসায় এমভি সুন্দরবন ১৪ লঞ্চকে ১৪ দিন মাঝ নদীতে সঙ্গেরোধে (কোয়ারেন্টাইন) থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পটুয়াখালী নদী বন্দরের পূর্ব পাশে থাকা অবস্থায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট অমিত রায় কল্লোলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পটুয়াখালী নৌ বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সম্প্রতি বিআইডব্লিউটিএ সারা দেশ নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু বৃহস্পতিবার দুপুরে এমভি সুন্দরবন ১৪ ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। রাতে পটুয়াখালী পৌঁছালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় লঞ্চটিতে কোন যাত্রী পাওয়া যায়নি, তাই লঞ্চটিকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে মাঝ নদীতে ভাসমান অবস্থায় রাখার আদেশ দিয়েছে।