করোনা প্রতিরোধে গোপালগঞ্জে হাট ছত্রভঙ্গ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গোপালগঞ্জে হাট ছত্রভঙ্গ, ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জে হাট ছত্রভঙ্গ, ছবি: বার্তা২৪.কম

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালিয়ে একটি হাট ছত্রভঙ্গ করেছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জ শহরের বড় বাজার হাট ছত্রভঙ্গ করেন তারা।

সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে শুক্রবার সাপ্তাহিক হাট বসতে শুরু করে বড় বাজারে। পরে খবর পেয়ে সেনাবাহিনী সেখানে অভিযান চালায় এবং দোকান-পাট তুলে নেয়ার নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

এসময় নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধের দোকান ব্যতীত সকল দোকান-পাট আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।