কুমিল্লায় পথশিশুদের হাত ধুয়ে দিল সেনাবাহিনী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় পথশিশুদের হাত ধুয়ে দিল সেনাবাহিনী

কুমিল্লায় পথশিশুদের হাত ধুয়ে দিল সেনাবাহিনী

কুমিল্লা নগরীতে পথশিশুদের জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার পদ্ধতি শিখিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়ার সদস্যরা।

এ সময় সিএনজি চালকদেরও হাত ধোয়ার পদ্ধতি শেখান তারা।

বিজ্ঞাপন

জানা গেছে,‘করোনা যুদ্ধ করব জয়, ঘরের বাইরে আর নয়’, ‘ঘন ঘন করি হাত ধোয়ার অভ্যাস, সচেতন হয়ে রুখবো মোরা করোনাভাইরাস’-এ স্লোগান নিয়ে কুমিল্লা মহানগরীতে কম খরচে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কার কর্মসূচি পালন করেছে সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর পূবালী চত্বরে সেনাবাহিনীর সদস্যরা এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

এ সময় পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে কিভাবে সিএনজি চালিত অটোরিকশার চাকা ও সিট পরিষ্কার করা হয়, সে বিষয়ে সচেতনতামুলক নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। পরে তারা নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন।