অতিরিক্ত দামে তেল বিক্রি করায় জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়ায় অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি করার অপরাধে চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

বিজ্ঞাপন

তিনি জানান, শহরের বড়বাজার জেলার সর্ববৃহৎ পাইকারি বাজার। এখান থেকেই সারা জেলার খাদ্যসামগ্রী নিয়ন্ত্রণ করে। আজকে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পায়। বেশি দামে তেল বিক্রির অপরাধে বিজয় কুমার কেজরিওয়ালকে ৩০ হাজার টাকা, মা মুড়ির মালিক বুদ্ধদেব কুন্ডুকে ২০ হাজার টাকা, আদ্রিতি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও মেসার্স লুৎফর রহমান ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা রবিউল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

বিজ্ঞাপন