বাড়ি বাড়ি গিয়ে খাদ্যপণ্য বিতরণ করলেন ডিসি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

বাড়ি বাড়ি গিয়ে খাদ্যপণ্য বিতরণ করলেন ডিসি/ছবি: বার্তা২৪.কম

বাড়ি বাড়ি গিয়ে খাদ্যপণ্য বিতরণ করলেন ডিসি/ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধার নিম্ন আয়ের মানুষেরা গৃহবন্দী হয়ে পড়েছেন। কর্মহীন এসব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক (ডিসি)।

শনিবার (২৮ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যপণ্য বিতরণ করেন জেলা প্রশাসক আবদুল মতিন। একইসঙ্গে মাস্কও বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

ওই গ্রামের দিনমজুর সোলাইমান আকন্দ বলেন, গাইবান্ধায় করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় মানুষদের বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে প্রশাসন। এ কারণে অন্যত্র শ্রম বিক্রি করতে পারছিনা। ফলে স্ত্রী-সন্তানের খাদ্য যোগাতে হিমসিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বার্তা২৪.কম-কে বলেন, করোনার প্রভাব পড়েছে দিনমজুর মানুষের মধ্যে। তাই গৃহবন্দী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণসহ সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, যা চলমান থাকবে।