মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে জন্মদিন পালন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে জন্মদিন পালন, ছবি: বার্তা২৪.কম

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে জন্মদিন পালন, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুর শহরের অলিতে গলিতে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে জন্মদিন পালন করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

রোববার (২৯ মার্চ) সকালে জেলার লক্ষীপুর, লক্ষীপুর রেল-লাইন, ঝিলটুলী মুজিব সড়ক এলাকায় সাধারণ মানুষের মাঝে ২ হাজার মাস্ক, ২ হাজার লিফলেট ও ৫ শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় সাইফুল বলেন, দেশের সকল দু:সময়ে ছাত্রলীগ জীবন বাজি রেখে কাজ করেছে। গত কয়েকদিন ধরে দলের অগ্রজদের হাত ধরে নানামুখী সচেতনতামূলক কাজের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ আমার জন্মদিন। এই ক্রান্তিলগ্নে নিজের জন্মদিন পালন না করে সেই টাকা দিয়ে এসব পণ্য বিতরণ করলাম।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে এক হাজার ৬১৭ জন। কোয়ারেন্টাইনের সময়সীমা পার করায় মোট ৭১৯ জনকে রিলিজ দেয়া হয়েছে। এপর্যন্ত ফরিদপুর জেলায় করোনা আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন