স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে মানুষের দ্বারে দ্বারে জেলা প্রশাসক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে মানুষের দ্বারে দ্বারে জেলা প্রশাসক

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে মানুষের দ্বারে দ্বারে জেলা প্রশাসক

 

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেত্রকোনায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে তা বিতরণ করছেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। পাশাপাশি তিনি করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করছেন এবং গণজমায়েত সৃষ্টি না করে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) দুপুরে নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জেলা শহরের ঘোষের বাজার, ছোট বাজার, বড় বাজারসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদা আক্তারসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।

এ বিষয়ে কথা হলে জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি এবং তাদেরকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না এসে ঘরে থাকার পরামর্শ দিয়েছি। জনস্বার্থে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।