প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ করলো নাসিক
নারায়ণগঞ্জ শহরে অবস্থানরত দিনমজুর, ভিক্ষুক ও হতদরিদ্র ৯২০ পরিবারে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
রোববার (২৯ মার্চ) দুপুরে শহরের নগর ভবন প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চালের প্যাকেটের সঙ্গে চাল, ডাল, আলু, লবণ, সাবান দেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আবুল আমিন জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৯ দশমিক ২২০ মেট্রিক টন চাল ও ১ লাখ ১০ হাজার ৭০০ টাকা বরাদ্দ পেয়েছে সিটি করপোরেশন। তারই অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাকিল আহমেদ, নাসিক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।