নাটোরে বেতনের টাকায় ২৫০ চা বিক্রেতাকে খাবার দিলো পুলিশ
করোনাভাইরাসের কারণে এলাকার ছোট ছোট চা এর স্টলগুলো বন্ধ। যে চা বিক্রি করে রুটি রোজগার আসে সেটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ছোট চা ব্যবসায়ীরা। দিন এনে দিন খাওয়া এমনসব চা বিক্রেতার মাঝে নিজেদের বেতনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে দিয়েছে গুরুদাসপুর থানা পুলিশ।
জানা গেছে, নিজেদের বেতনের অর্থ দিয়ে ২৫০ চা ব্যবসায়ীর মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) দুপুরে গুরুদাসপুর বাজার, চাঁচকৈড় বাজার, কাচারিপাড়াসহ বিভিন্ন স্থানে এসব খাবার বিতরণ করেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম।
এ প্রসঙ্গে ওসি মোজাহারুল ইসলাম বলেন, আমরা ২৫০ চা বিক্রেতাকে মাথাপিছু ৫ কেজি চাল, এক কেজি ডাল, আধালিটার সয়াবিন তেল, এক কেজি আলু এবং পরিচ্ছনতার জন্য একটি করে সাবান দিয়েছি। করোনা সংকটের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানো উচিত। গুরুদাসপুর থানার সকল স্টাফদের আন্তরিক ধন্যবাদ। তাদের সকলের সম্মিলিত উদ্যোগের ফলে আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি।