পাংশায় এমপি পুত্রের পিপিই বিতরণ
করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষায় রেখে সেবা প্রদানের লক্ষ্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল নিজের অর্থায়নে ৩১ পিস পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন।
রোববার (২৯ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্টাফদের মাঝে এই পিপিই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন এএফএম শফীউদ্দীন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আঞ্জুয়ারা খাতুন (সুমি), আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তরুন কুমার পাল, ডা: তাশপিয়া জেসমিন প্রমুখ।
এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল বার্তা২৪.কম-কে বলেন, করোনাভাইরাস আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও বাদ যায়নি। এই করোনাভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করে চিকিৎসকরা যাতে রোগীদের সেবা করতে পারেন সেই লক্ষ্যে আমি চিকিৎসকদেরকে পিপিই বিতরণ করছি। পর্যায়ক্রমে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা হাসপাতালগুলোতেও বিতরণ করব।