বগুড়ায় কর্মহীন মানুষের পাশে হিরো আলম
করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি উদ্যোগে ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
রোববার (২৯ মার্চ) বিকেলে হিরো আলম তার গ্রামের বাড়ি বগুড়া সদরের এরুলিয়ায় অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি বগুড়ার কাহালু, নন্দীগ্রাম ও শেরপুর উপজেলায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে পাঁচ কেজি চাল, আটা, মসুর ডাল, সয়াবিন তৈল এবং লবণ।
হিরো আলম গত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনের সময় থেকেই হিরো আলম নানা বিষয়ে আলোচিত হয়ে ওঠেন।
হিরো আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘বগুড়া-৪ আসনে নির্বাচন করে পরাজিত হলেও এলাকার মানুষের প্রতি আমার ভালোবাসার কমতি নেই। এ কারণেই দুই উপজেলায় বেকার বসে থাকা মানুষের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছি। এছাড়া নিজের গ্রাম এরুলিয়াবাসী এবং শেরপুর উপজেলায় কিছু ভক্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, তাদেরকেও সাধ্যমত খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।’