মতলবে অগ্নিকাণ্ডে শিক্ষকের বাসা পুড়ে ছাই
চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেনের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মতলব ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগে বাসাটি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক মোশারফ হোসেন ওই কলেজের ভেতরে একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। অগ্নিকাণ্ডের সময় বাসায় কেউ ছিল না। অগ্নিকাণ্ডে কলেজের দলিলপত্র, আলমারি, ফ্রিজ, টিভি, একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের খাতাসহ পুরো বাসাটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।