পটুয়াখালী পৌরসভা চত্বরে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালী পৌরসভা চত্বর, ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী পৌরসভা চত্বর, ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী পৌরসভা চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

পৌরসভার তত্ত্বাবধানে সোমবার (৩০ মার্চ) বিকেল থেকে ন্যায্য মূল্যে চাল, ডাল ও তেল কিনতে পারবেন ক্রেতারা।

বিজ্ঞাপন

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, জনপ্রতি দুই কেজি চিনি, এক কেজি ডাল এবং দুই অথবা পাঁচ লিটার তেল বিক্রি করা হবে। প্রতি কেজি তেল ৮০ টাকা, চিনি ৫০ টাকা এবং ডাল ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ পণ্য সামগ্রী কিনতে পারবেন। প্রাথমিক পর্যায়ে ডাল, চিনি, তেল বিক্রি শুরু হলেও পর্যায়ক্রমে নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং অতি প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন