নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৩০ মার্চ ) দুপুরে নবীগঞ্জ থানা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে উপজেলার করগাঁও ইউনিয়নের তারনগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার ভোররাতে ২০/২৫ জনের একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নবীগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশ তিন ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার গন্ধবপুর কাদিমগাঁও এলাকার রুয়াব আলীর ছেলে শাহিদ আলী ওরফে সাহেদ (২৯), সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর বাগময়না এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে শিপন মিয়া (৩৬), একই এলাকার মৃত জলিল মিয়ার ছেলে মো. জিতু মিয়া (৩৯)।
এ সময় তাদের কাছ থেকে ৩টি রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আজিজুর রহমান বলেন- তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ডাকাতি করতে গিয়ে তারা একাধিক ধর্ষণের ঘটনাও ঘটিয়েছে।’