গাইবান্ধায় বেদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় বেদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এসপি

গাইবান্ধায় বেদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এসপি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধায় গৃহবন্দী কয়েক লক্ষাধিক পরিবার। এদের মধ্যে দিনমজুর পরিবারের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। ফলে দেখা দিয়েছে খাদ্যসংকট। এ সমস্যা মোকাবিলায় বেদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

সোমবার (৩০ মার্চ) করোনা সংক্রমণ রোধে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে তাদের খাদ্য সহায়তা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘খাদ্য সংকট মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’