বরগুনায় দিনে ৭ ঘণ্টা খোলা থাকবে বাজার-দোকান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

কোর কমিটির জরুরি সভায় অনুষ্ঠিত হয়

কোর কমিটির জরুরি সভায় অনুষ্ঠিত হয়

বরগুনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ওষুধ ছাড়া সব দোকান প্রতিদিন সাত ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে কোর কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সকাল ১০টা থেকে বিকেল ৫টার পর্যন্ত কাঁচাবাজার, মুদিদোকান, ওষুধের দোকান ও খাবারের দোকান খোলা থাকবে। এ সময়ের ভিত্তিতে সকল প্রয়োজন মিটিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এদিকে বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সাপ্তাহিক হাটবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।’

বিজ্ঞাপন

এ সভায় আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর ক্যাপ্টেন মো. মহব্বত আলী, পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম, নৌ বাহিনীর কমান্ডার এম নুরুজ্জামান, সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান,বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মজিবুল হক কিসলুস প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।