সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে ছাত্রলীগ
করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, খতিবেরহাট, নাজিরপাড়াসহ এর আশেপাশের এলাকায় মুদি দোকান, ওষুধের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় দোকানের সামনে লাল বৃত্ত করে চিহ্ন দিয়েছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা পাওয়ার পর আমরা প্রায় প্রতিদিন সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা মুদির দোকান, ওষুধের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় দোকানের সামনে লাল বৃত্ত করে চিহ্নিত করে দিয়েছি।
এ সময় একজন দোকানদার বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে ছাত্রলীগ ভাইদের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসার দাবিদার। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ আল নোমান, আবুল কালাম সাগর, আবুল কালাম আজাদ, রেদওয়ান হক রাতুল, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোহম্মদ জনি, আহনাফ মানিক, মোহাম্মদ সামির, মোহাম্মদ বিজয় প্রমুখ।