বগুড়ায় জনসমাগম ঠেকাতে তৎপর প্রশাসন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

কাঁচা বাজার পরিদর্শন করেছেন সেনা সদস্যরা, ছবি: বার্তা২৪.কম

কাঁচা বাজার পরিদর্শন করেছেন সেনা সদস্যরা, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম ঠেকাতে বগুড়া শহরে তৎপরতা চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। পাশাপাশি বিভিন্ন কাঁচা বাজার পরিদর্শন করেছেন সেনা সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন এলাকায় টহল দেন। এ সময় অহেতুক ঘোরাফেরা করা লোকজনকে ঘরে ফেরার আহ্বান জানান। এছাড়া সরকারি ঘোষণা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেন ভ্রম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

এদিকে, বিকেলে সেনা সদস্যরা বিভিন্ন কাঁচাবাজার পরিদর্শন করেন এবং বাজারে আসা লোকজনকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটার পরামর্শ দেন। অপরদিকে, পুলিশের একাধিক টিম বিকেল থেকে শহর এবং গ্রামাঞ্চলে টহল দেয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বার্তা২৪.কম-কে বলেন, ‘২০ জন অফিসারের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গ্রাম পর্যায়ে টহল দিয়ে বাইরে ঘোরাফেরা করা লোকজনকে ঘরে ফেরার অনুরোধ জানান। এছাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় কাজ করছেন অপ্রয়োজনে বাইরে আসা লোকজনকে ঘরে ফেরাতে।’

বিজ্ঞাপন