দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফেরদৌস ফাহিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে বিরামপুর উপজেলার মিরপুর মাঠের পাশে একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের ২ সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১ কনস্টেবল আহত হয়েছে। তাদেরকে দিনাজপুর পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত ফেরদৌস ফাহিম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল ব্যবসায়ী মাদক নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি আম বাগানে অবস্থান নেয় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী ফাহিম নিহত হয়। আহত হয় পুলিশের ২ সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১ কনস্টেবল।
এছাড়া ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, ১টি হাসুয়া, ২টি ছুরি ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নিহত ফাহিমের নামে জেলার বীরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।