কুমিল্লায় ঘরে ঘরে গিয়ে সাংবাদিক সমিতির স্যানিটাইজার বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ঘরে গিয়ে স্যানিটাইজার বিতরণ করেন সাংবাদিকরা, ছবি: বার্তা২৪.কম

ঘরে গিয়ে স্যানিটাইজার বিতরণ করেন সাংবাদিকরা, ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে ঘরে ঘরে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও, ঠাকুরপাড়া ও টমছমব্রিজ এলাকায় এ কার্যক্রম চালানো হয়। কুমিল্লার অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা এইড-কুমিল্লার সহযোগিতায় এ কার্যক্রম চালান সাংবাদিকরা। এর আগে সোমবারও এসব এলাকায় একই কার্যক্রম চালানো হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার কুমিল্লা নগরীর ঠাকুরপাড়াস্থ প্যারামেডিক্যাল সংলগ্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান।

ঘরে গিয়ে স্যানিটাইজার বিতরণ করেন সাংবাদিকরা, ছবি: বার্তা২৪.কম

পরে সাংবাদিক নেতৃবৃন্দ বাগিচাগাঁও বড় মসজিদ সংলগ্ন বস্তিসহ অন্যান্য এলাকার ঘরে ঘরে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

বিজ্ঞাপন

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, নির্বাহী সদস্য জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশের কুমিল্লা জেলা প্রতিনিধি কামাল উদ্দিন আহমেদ, দৈনিক অধিকারের কুমিল্লা প্রতিনিধি আর কে রাসেলসহ অনেকে।