সঙ্গরোধ অমান্য করায় মেহেরপুরে দুই প্রবাসীর জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

প্রবাসীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: সংগৃহীত

প্রবাসীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: সংগৃহীত

সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) অমান্য করায় মেহেরপুরের হিজলবাড়ীয়া গ্রামের দুই প্রবাসী পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হামিক ইয়ানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রিয়াজুল আলমের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দুই প্রবাসী বাড়িতে ফেরার পর সঙ্গরোধ থাকতে নির্দেশনা দিয়ে বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয় প্রশাসন। এদের মাঝে এক প্রবাসী লাল পতাকা খুলে অন্যত্র ঘোরাফেরা করতে থাকেন। আরেক প্রবাসী নির্ধারিত স্থানের বাইরে অন্যত্র অবস্থান করছিলেন।