মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ১২ ঘর পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার গোপিনাথপুর গ্রামের মালো পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। এতে ছয়টি পরিবারের বসতঘরসহ ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার হলো রবি সরকার, ধোনা সরকার, রতন সরকার, ঝন্টু সরকার, পবিত্র সরকার ও সমির সরকার।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজিব আহমেদ জানান, ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করে পৌর মেয়র অ্যাডভোকেট আতিয়ার রহমান মিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেন।