নাটোরে নির্মাণাধীন শহীদ মিনার ভাঙচুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

নাটোরে নির্মাণাধীন শহীদ মিনার ভাঙচুর

নাটোরে নির্মাণাধীন শহীদ মিনার ভাঙচুর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সম্প্রতি শহীদ মিনারটির নির্মাণকাজ শুরু হয়েছিল। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস। ঘটনার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার সকালে নির্মাণ শ্রমিকরা বিদ্যালয়ে কাজে এসে দেখে শহীদ মিনারটির চারদিকের ইটের গাঁথুনি ভেঙে ফেলা হয়েছে। তারা ঘটনাটি প্রধান শিক্ষককে জানালে সকল শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ জড়ো হয় বিদ্যালয় চত্বরে। এ সময় দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, কি কারণে শহীদ মিনারের উপর কারো ক্ষোভ থাকতে পারে তা বুঝতে পারছি না। তবে যারাই কাজটি করেছে, খুবই অন্যায় করেছে।

বিজ্ঞাপন

বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক সরকার বলেন, শহীদ মিনার ভাঙা দেশদ্রোহিতার শামিল। যারা এমন গর্হিত কাজ করেছে, আইনগত আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বড়াইগ্রাম থানার ওসি দীলিপ কুমার দাস বলেন, বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙার বিষয়টি জেনেছি। জড়িত যারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।