পীরগাছায় ছাত্রলীগের জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে রংপুরের পীরগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) পীরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াশিম আহমদের নেতৃতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ছাত্রলীগ এ কার্যক্রম শুরু হয়।
পীরগাছা রেলস্টেশন ও গোলচত্বর থেকে শুরু করে সদর বাজারসহ সকল অলি গলিতে ও ড্রেনে জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে করা হয়। এসময় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াশিম আহমেদ বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেককে সতর্কতার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে। অবশ্যই সাবান অথবা জীবাণুনাশক ওষুধ দিয়ে হাত মুখ ভালো ভাবে পরিষ্কার করতে হবে’।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাইদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সাজু মিয়া, সদস্য রাশেদ মিয়া, শফিক, মেহেদী হাসান, মারুফ মিয়া ও মহসিন প্রমুখ।