নান্দাইলে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

হতদরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে/ছবি: বার্তা২৪.কম

হতদরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে/ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস মোকাবিলায় উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন জালাল উদ্দিন মাষ্টার। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ব্যক্তিগত উদ্যোগে উপজেলার খারুয়া ইউনিয়ন পরিষদের রাজাবাড়িয়া বাজারে ৫শ হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, সাবান ও মাস্ক।

বিজ্ঞাপন

জালাল উদ্দিন মাস্টার বলেন, আমি নান্দাইলের সন্তান। যেকোনো পরিস্থিতিতে নান্দাইলবাসীর সেবায় অতীতে যেমন পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। করোনাভাইরাস মোকাবিলায় তিনি সবাইকে সচেতন থাকার পাশাপাশি সরকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূইয়া, স্থানীয় সমাজ সেবক মোনায়েম হোসেন ভূইয়া, যুবলীগ নেতা হিরণ মন্ডল, আব্দুল মালেক, ব্যবসায়ী হারুণ অর রশিদ, ইউপি সদস্য আব্দুস ছাত্তার প্রমুখ।

বিজ্ঞাপন