কুষ্টিয়ায় আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে নেহেদ আলী (৫৫) ও গোকুল আলী (৪৫) নামে দুই সহোদর নিহত হয়েছেন।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহত বকুল আলী ও নেহাদ আলী কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, ক্রিকেট খেলা নিয়ে সোমবার স্থানীয় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আপন দুই ভাই নিহত হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার, ‘নেহেদ আলী ও গোকুল আলী নামের দুই ব্যক্তিকে সন্ধ্যার পর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা সারা শরীরে কোপানোর চিহ্ন রয়েছে। হাসপাতালে আসার আগে তারা দুজন মারা যান। তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।