গমের নাড়া বিক্রি নিয়ে শ্রমিককে কুপিয়ে হত্যা
গমের নাড়া বিক্রি নিয়ে বিরোধের জের ধরে উমর আলী (৪৭) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্বামীকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী পারভীনা খাতুন (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক উমর আলী মাঠ থেকে গমের নাড়া কেটে বিক্রি করতেন। ধর্মচাকী গ্রামের বুলু মিয়ার ছেলে জাহিদের কাছে নাড়া বিক্রি করা নিয়ে উমর আলীর বিরোধ হয়। এর জের ধরে জাহিদ ও তার লোকজন উমর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী পারভীনা খাতুন।
পরে স্থানীয় লোকজন স্বামী-স্ত্রীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উমর আলীকে মৃত ঘোষণা করেন।
পারভীনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।