কাপ্তাই হ্রদের ৩শ’ নৌযান শ্রমিকের মাঝে খাদ্য বিতরণ
করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুসারে রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এতে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক নৌ শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে লঞ্চ মালিক সমিতি।
বুধবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা, রাঙামাটি জোনের উদ্যোগে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় নৌযান শ্রমিকদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, সাংবাদিক মো. আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম জানিয়েছেন, সরকারি নির্দেশনা পালনে রাঙামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী কয়েকশ’ নৌযান বন্ধ রাখা হয়েছে। এতে করে অন্তত পাঁচ শতাধিক মালিক-শ্রমিক বেকার হয়ে পড়েছেন। প্রায় তিনশ’ শ্রমিক-কর্মচারী পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিনযাপন করছেন। এমন দুর্দিনে পাশে থাকতে তিন শতাধিক শ্রমিক-কর্মচারীকে ১০ কেজি করে চাল ছাড়াও ডাল, আলু, লবণ, তেল, পেঁয়াজ ও সাবান ভর্তি প্যাকেট দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্যোগের দিনে সরকারের পাশাপাশি সব সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসার কোনো বিকল্প নেই।