গোপালগঞ্জে চিকিৎসক-সাংবাদিকদের পিপিই দিলেন আ.লীগ নেতা
গোপালগঞ্জে করোনাভাইরাস রোধে জেলায় কর্মরত সাংবাদিক ও চিকিৎসকদের ৫০টি পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) ও হ্যান্ড গ্লাভস দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলা।
বুধবার (১ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামে সাংবাদিকদের হাতে এ পিপিই ও হ্যান্ড গ্লাভস তুলে দেন তিনি। এ সময় রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল সাহা, অর্থ সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সদস্য একরামুল কবীর, রাজীব আহম্মেদ রাজু উপস্থিত ছিলেন।
এছাড়া তিনি গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিকের হাতে চিকিৎসকদরে জন্য পিপিই তুলে দেন । সাংবাদিক ও চিকিৎসকরা যেহেতু করোনা ঝুঁকির মধ্যে কাজ করে থাকেন, সেহেতু তাদের নিজস্ব সুরক্ষার জন্য এসব পিপিই দেওয়া হয়।
এসময় গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা কৃষকলীগ নেতা লিয়াকত আলী খান, স্বেচ্ছাসেবী প্রসেনজিৎ, জুয়েল দাড়িয়াসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।