কোটালীপাড়ায় ৫শ’ চা বিক্রেতা পেল খাদ্য সহায়তা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কোটালীপাড়ায় ৫শ’ চা বিক্রেতা পেল খাদ্য সহায়তা

কোটালীপাড়ায় ৫শ’ চা বিক্রেতা পেল খাদ্য সহায়তা

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫শ’ চা বিক্রেতার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল)  উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান উপজেলার বিভিন্ন সড়কের পাশের হাট-বাজারের ৫শ’ চা বিক্রেতার দোকানে দোকানে গিয়ে চাল, ডাল, তেল, লবণ,পিয়াজ, মরিচসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে চা বিক্রেতাদের দোকান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে। তাই সরকার এসব চা বিক্রেতাদের কথা চিন্তা করে এদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছে। এরই অংশ হিসেবে আজ আমরা প্রথম পর্যায়ে দোকানে দোকানে গিয়ে ৫শ’ চা বিক্রেতাকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম।

বিজ্ঞাপন

এসব বিক্রেতাকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এরা দোকান বন্ধ রাখবে।