টাঙ্গাইলে মাদকের প্রতিবাদ করায় সাংবাদিকের বাসায় হামলা
টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইংরেজি দৈনিক নিউ এইজের সাংবাদিক হাবিব খানের বাসায় হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকায় সাংবাদিকের নিজ বাসায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, বেশকিছু দিন ধরে শহরের দক্ষিণ থানাপাড়া এলাকার টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন এর বাসা সংলগ্ন রাস্তা থেকে বোখারী মসজিদ ও দেলদুয়ার সড়ক পর্যন্ত মাদক ব্যবসায়ী নিয়মিত মাদকের ব্যবসা করে আসছিল। এতে ওই এলাকার বেশ কয়েকটি বাসায় দিনে দুপুরে চুরি ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীদের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পাননা।
স্থানীয়রা জানান, সাংবাদিক হাবিব খান মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করেন। পরে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা রাতে তার বাসায় হামলা চালায়। পরে থানা পুলিশ খবর পেয়ে তাকে বাসা থেকে উদ্বার করে। পরে পুলিশের আসার খবর পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। চিহ্নিত মাদক ব্যবসায়ী সামির ও প্রান্ত এ হামলার নেতৃত্ব দেয়।
এ সময় তিনি টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়ে দিলে হামলাকারীরা পালিয়ে যায়।