সামাজিক দূরত্ব নিশ্চিতে নওগাঁয় কঠোর হচ্ছে প্রসাশন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

নওগাঁয় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা

নওগাঁয় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা

নওগাঁয় করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আরো কঠোর হচ্ছে প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সাংবাদিকদের এমন তথ্য জানান নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ২০টি মোবাইল কোর্ট, ৮টি সেনা পেট্রোল টিম ও ১৪শ’ পুলিশ নামছে শহরে। সবার সুরক্ষা নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আরও জানান, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারি রোধ করা সম্ভব। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।

বিজ্ঞাপন

সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।