দাউদকান্দিতে গাড়িচাপায় এক ব্যক্তি নিহত
-
-
|
![গ্রাফিক্স: বার্তা২৪.কম](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2020/Apr/02/1585803986791.jpg)
গ্রাফিক্স: বার্তা২৪.কম
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছান্দ্রা এলাকায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৩) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সকালে ছান্দ্রা এলাকায় মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সফর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।