যশোরে বালু ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার ১০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যশোর শহরের খড়কি এলাকায় প্রতিপক্ষের হামলায় বড় আল আমিন (২৪) নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (১ এপ্রিল) গভীর রাতে কোতয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতকারকৃতরা হলেন, খড়কি পীরপাড়া এলাকার বাপ্পার স্ত্রী নাছরিন সুলতানা তুলি (২৫), সিদ্দিক হোসেনের ছেলে পিকুল হোসেন (১৯), সোবহানের ছেলে মিন্টু (৪৯) ও মন্টু (২৮), সিদ্দিক আলীর ছেলে মুকুল (১৯) ও বিপুল (২৪), মৃত বাবুর ছেলে শিমুল (১৮), মিন্টুর ছেলের ইমন (২০), সদর উদ্দিনের ছেলে টুটুল (৪৫), মৃত রহমত আলীর ছেলে মো. সিদ্দিক।

স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘বুধবার বিকেলে বড় আল আমিন ও তার বন্ধু শামীম মোটরসাইকেলযোগে নাছরিন সুলতানা তুলির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তুলি তাদের দাঁড় করায়। এক পর্যায়ে লাথি মেরে মোটরসাইকেল ফেলে দিয়ে এ রাস্তা দিয়ে চলাফেরা না করার হুমকি দেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে বড় আল আমিন ও তার বন্ধু শামিম, ছোট আল আমিন, প্রতিবেশী জলিল, সাহেব আলীসহ বাড়ির পাশে খড়কি পীরপাড়াস্থ জনৈক লুৎফর রহমানের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর চালায় চালায়। এতে আল আমিন, ছোট আল আমিন, সাহেব আলী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আল আমিন মারা যান।’

পুলিশ সুপার বলেন, ‘১৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে নিহতের বাবা আলমগীর হোসেন একটি মামলা করেন। এদের মধ্যে ১০জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।’