গাজীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান ১১ ঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি
গাজীপুর নগরের মোঘরখাল এলাকায় অগ্নিকাণ্ডে টিনসেডের ১০টি দোকান ও বসতঘরের ১১টি কক্ষ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে ওই এলাকার রাসেল রহমানের বাড়ি ও মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ বার্তা২৪.কম-কে বলেন, ‘রাস্তার পাশে সারিবদ্ধ টিনসেডের ছোট ১০টি দোকান রয়েছে। এর যেকোনো একটিতে আগুন লাগে। সকাল ৬টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৭টা ১৫ মিনিটে আগুন নেভে।’
তিনি আরও বলেন, ‘আগুনে মুদি, কাপড়, সেলুন, লেপ-তোষক ও পানেরসহ ১০টি দোকান পুড়ে গেছে। দোকানগুলোর পেছনে ছোট ছোট টিনসেডের ১৩টি কক্ষ রয়েছে। সেগুলোতে পোশাক শ্রমিকরা ভাড়া থাকতেন। আগুনে ১১টি কক্ষ পুড়ে গেছে। সব মিলিয়ে ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’