বগুড়ায় ৮৫ জন হিজড়া পেলেন খাদ্য সামগ্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় ৮৫ জন হিজড়া পেলেন খাদ্য সামগ্রী, ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় ৮৫ জন হিজড়া পেলেন খাদ্য সামগ্রী, ছবি: বার্তা২৪.কম

বগুড়ার শিবগঞ্জে তৃতীয় লিঙ্গের (হিজরা) ৮৫ জন বেকার মানুষকে সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়।

জানা গেছে, হিজড়া সম্প্রদায়ের এই মানুষগুলো হোটেলে রান্নার কাজ এবং বিয়ে বাড়িতে নাচ গান করে জীবিকা নির্বাহ করে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঘরে বসে থাকা হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তাই উপজেলা নির্বাহী অফিসার উদ্যোগ নিয়ে ৮৫ জনের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবানসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বার্তা ২৪.কমকে বলেন, এই মানুষগুলো তাদের কষ্টের কথা জানায়। পরে তাদের উপজেলা পরিষদে ডেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।