কুমিল্লায় বেড়েছে সেনা টহল, ৩ জনকে জরিমানা
কুমিল্লা নগরীসহ জেলার ১৭ উপজেলায় বেড়েছে সেনাবাহিনীর টহল। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণরোধে কুমিল্লা জেলা প্রশাসনের পাশাপাশি সর্তকতামূলক বার্তা প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দূরত্ব সৃষ্টিতে কঠোর অবস্থানে থেকে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার (৩ এপ্রিল) কুমিল্লা নগরীতে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে অর্থ জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর টিমের অভিযানে নগরীর রাজগঞ্জ বাজারে একজন ও মগবাড়ি চৌমুহনী বাজারে ২ জনকে এই অর্থ জরিমানা করা হয়। এ সময় কুমিল্লা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইফুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।